cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

An-noor

Online education platform for sisters only.. You can share this channel link for the khair🍃 https://t.me/Annoorofficial

Show more
Advertising posts
1 361
Subscribers
No data24 hours
+17 days
+830 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

প্রকৃত বন্ধু তো সে! যে অন্যের কাছ থেকে তার বন্ধুর প্রশংসা শুনার পর উদ্বিগ্ন থাকে এজন্য যে তার বন্ধুর নিয়ামত যেন হারিয়ে না যায়। তার বন্ধুর দোষ শুনার পর কষ্টে জর্জরিত হয় এজন্য যে সেটা থেকে কখন তার বন্ধু পরিত্রাণ পাবে। সে বিষন্ন থাকে এজন্য যে কিভাবে তার বন্ধুর দোষ আড়াল রাখবে। বন্ধুর কষ্টের কথা শুনার পর সে একই কষ্ট অনুভব করে আর দুআ করতে থাকে এজন্য যে তার বন্ধুর সব কষ্টগুলো যেন দূর করে দেওয়া হয়। সুখের কথা শুনার পর সে একই সুখ অনুভব করে আর দুআ করতে থাকে এজন্য যে তার বন্ধুর নিয়ামতগুলো যেন আরো বাড়িয়ে দেওয়া হয়। বন্ধুর বিপদে মনোবল জোগাতে থাকে এজন্য যে তার বন্ধু যেন ভেঙে না পড়ে। বন্ধুর সাফল্যে উৎসাহ দিতে থাকে এজন্য যে তার বন্ধুর যেন রবের শুকরিয়া আদায় করতে দেরি না হয়। বন্ধুর অসুস্থতার খবর জানলে নিয়মিত খুঁজ নিতে থাকে এজন্য যে তার বন্ধুর যেন নিজেকে একা মনে না হয়। বন্ধুর সাথে মনোমালিন্য হলেই মিটিয়ে নেয় এজন্য যে যোগাযোগ যেন বন্ধ না হয়। বন্ধুর ভুল জানার পর মাফ করতে থাকে এজন্য যে তার বন্ধুকে সংশোধন করার দায়িত্ত্ব সে পেয়েছে। বন্ধুকে আল্লাহর জন্য অনেক বেশি ভালোবাসে, সম্মান করে, বিশ্বাস করে এজন্য যে আল্লাহ যেন একত্রে তাদের রহমতের ছায়াতলে আশ্রয় দেন সেজন্য। সবসময় সচেষ্ট থাকে এজন্য যে তার বন্ধুর যেন অপমান না হয়, তার দ্বারা যেন বন্ধুর কষ্ট না হয়। আর বন্ধুর জন্য সর্বদা দুআ করতে থাকে এজন্য যে দুনিয়া ও জান্নাতে বন্ধুর সাথে সম্পর্ক যেন অটুট ও মজবুত হয়। কখনো যেন ছিন্ন না হয় সম্পর্ক। #Researching_thoughts @Annoorofficial
Show all...
🏆 5👍 4 4 1❤‍🔥 1 1🔥 1🍓 1💊 1
💡 একদিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) 'আলিয়াহ্ অঞ্চল থেকে মাদীনায় আসার পথে এক বাজার দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর উভয় পাশে বেশ লোকজন ছিল। যেতে যেতে তিনি ক্ষুদ্র কান বিশিষ্ট একটি মৃত বকরীর বাচ্চার পাশ দিয়ে যেতে তার কাছে গিয়ে এর কান ধরে বললেন, তোমাদের কেউ কি এক দিরহাম দিয়ে এটা ক্রয় করতে আগ্রহী। তখন উপস্থিত লোকেরা বললেন, কোন কিছুর বদৌলতে আমরা এটা নিতে আগ্রহী নই এবং এটি নিয়ে আমরা কি করব? তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ বিনা পয়সায় তোমরা কি সেটা নিতে আগ্রহী? তারা বললেন, এ যদি জীবিত হত তবুও তো এটা দোষী। কেননা এর কান হচ্ছে ছোট ছোট। আর এখন তো সেটা মৃত, আমরা কিভাবে তা গ্রহণ করব? অতঃপর তিনি বললেন, আল্লাহর শপথ! এ তোমাদের কাছে যতটা নগণ্য, আল্লাহর কাছে দুনিয়া এর তুলনায় আরও বেশি নগণ্য। ~ সহীহ মুসলিম:৭৩০৮
Show all...
7 1💯 1
🌿 وَّ یَرْزُقْهُ مِنْ حَیْثُ لَا یَحْتَسِبُ١ؕ وَ مَنْ یَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ١ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ١ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَیْءٍ قَدْرًا এবং এমন পন্থায় তাকে রিযিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ‌ তার জন্য যথেষ্ট। আল্লাহ‌ তাঁর কাজ সম্পূর্ণ করে থাকেন। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন। ৬৫ আত-তালাক, আয়াত: ৩
Show all...
12👍 1
Photo unavailableShow in Telegram
📌📌📌📌
Show all...
😢 6 3💯 2
Photo unavailableShow in Telegram
12👍 2
لَوۡ اَنۡزَلۡنَا هٰذَا الۡقُرۡاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیۡتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنۡ خَشۡیَۃِ اللّٰهِ ؕ وَ تِلۡكَ الۡاَمۡثَالُ نَضۡرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمۡ یَتَفَكَّرُوۡنَ ﴿۲۱﴾ যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে যে, ওটা আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে গেছে। আমি এ সব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা করে। ~ সূরা হাশর: ২১ এই উপমার তাৎপর্য হলো, কুরআন যেভাবে আল্লাহর বড়ত্ব ও মাহাত্ম্য এবং তাঁর কাছে বান্দার দায়িত্ব ও জবাবদিহির বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করেছে পাহাড়ের মত বিশাল সৃষ্টিও যদি তার উপলব্ধি লাভ করতে পরতো এবং কেমন পরাক্রমশালী ও সর্বসময় ক্ষমতার অধিকারী প্রভুর সামনে নিজের সব কাজকর্মের জবাবদিহি করতে হবে তা যদি জানতো তাহলে সেও ভয়ে কেঁপে উঠতো। কিন্তু সে মানুষ কুরআনকে বুঝতে পারে এবং কুরআনের সাহায্যে সবকিছুর তাৎপর্য ও বাস্তব অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করছে, কিন্তু এরপরও তার মনে কোন ভয়-ভীতি সৃষ্টি হয় না কিংবা যে কঠিন দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছে সে সম্পর্কে তার আল্লাহকে কি জবাব দেবে সে বিষয়ে আদৌ কোন চিন্তা তার মনে জাগে না। বরং কোরআন পড়ার বা শোনার পরও সে এমন নির্লিপ্তি ও নিষ্ক্রীয় থাকে যেন একটি নিষ্প্রাণ ও অনুভূতিহীন পাথর। শোনা, দেখা ও উলপব্দি করা আদৌ তার কাজ নয়। মানুষের এই চেতানাহীনতা ও নিরুদ্বিগ্নতা বিষ্মরকর বৈকি। (আরো ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা আহযাব, টীকা ১২০)। @Annoorofficial
Show all...
2🔥 2😢 2 1❤‍🔥 1🏆 1
হিফজ আপনার জীবনে কিভাবে পরিবর্তন নিয়ে এসেছে? আসসালামু আলাইকুম! প্রথমেই আল্লাহ সুবহান ওয়া তায়ালার প্রতি কৃতজ্ঞতা যিনি এ পথে আসার তাওফিক দিয়েছেন।কোরআনের সন্নিকটে থাকার আসল স্বাদ হিফযে না আসলে অনুধাবন করা সম্ভব হতো না।কোরআনের সাথে লেগে থাকার যে প্রয়াস সেটা হিফজে এসে অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।হিফজে আসার পর কোরআন গুনগুন করে কত সুন্দর অবসর কাটানো যায়,সুবহানাল্লাহ। হিফজে আসার পর যেকোনো কষ্টে সবার আগে মনে হয় কোরআনের কথা,আলহামদুলিল্লাহ! মনে হয় হিফযে আরো সময় দেওয়া প্রয়োজন।কিছুদিন আগে যেদিন নিজের রব আর রাসূল (সাঃ) এর পর দুনিয়ার সবচেয়ে প্রিয় আব্বুকে হারিয়েছি সেদিন মনে হচ্ছিল কে যেন আমাকে বার বার মনে করিয়ে দিচ্ছিল কষ্ট পেয়ো না তোমার কোরআন আছে!সত্যিই তো কোরআনের সন্নিকটে সব কষ্ট নিয়ে বসা যায় বিপরীতে পাওয়া যায় প্রশান্তি।আর কোরআন মুখস্ত করতে গিয়ে আয়াতগুলোর অর্থ বোঝার কি যে স্বাদ সেটা হিফজে না আসলে টের পাওয়া যেত না। ফোনে অনর্থক কথা বলার বিপরীতে কোরআন নিয়ে কারো সাথে কথা বলে এত সুন্দর সময় পার করা যায় হিফযে না আসলে বোঝা যেত না। সপ্তাহে দু দিন একটা সুন্দর পরিবেশে বসা যায় যেখানে নেই কোন গিবত নেই কোন অনর্থক কথা আল্লাহ চান তো পুরোটা সময় ভালো কিছু অর্জনের এত সুন্দর মাধ্যম।সম্মানিত উস্তাজার প্রতি কৃতজ্ঞ,আলহামদুলিল্লাহ।আসলে হিফজ যাত্রার পুরোটা সময় রবের অফুরন্ত নিয়ামত, আলহামদুলিল্লাহ।হিফজকৃত অংশগুলো রিভিশন দিতে গিয়ে যখন নিজে থেকে পড়া যায় কি যে ভালো লাগা অনুভূত হয় সুবহানাল্লাহ!কেমন হয়!কেয়ামতের সেই ভয়াবহ ময়দানে আল্লাহ সুবহান ওয়া তায়ালা যদি নিজের মা বাবাকে স্বর্নের মুকুট পড়িয়ে সম্মানিত করেন স্বয়ং আল্লাহর থেকে পাওয়া এই প্রতিদান একজন হাফেজের মা বাবাকেই শুধু দেওয়া হবে,সুবহানাল্লাহ!আল্লাহ সুবহান ওয়া তায়ালা  আমাদেরকে কবুল করুন সেই মুহূর্ত দেখার।আশ্রয় চাই বিতারিত শয়তান থেকে।আল্লাহ সুবহান তায়ালা সর্বদা কল্যাণের পথে রাখুন,শুধু কোরআন মুখস্ত না জীবনে যেন কোরআনের বিধি নিষেধ প্রতি ক্ষেত্রে বাস্তবায়িত হয়,ইন শা আল্লাহ। পূর্বের পোস্ট লিংক - https://t.me/Annoorofficial/1640 @Annoorofficial
Show all...
7👍 2❤‍🔥 1 1🔥 1🏆 1
বান্দা তার রবের কাছে যত বেশি কাকুতি-মিনতির সাথে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন। ~ ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) হাদিউল আরওয়াহ: পৃ. ৯১
Show all...
16💯 3
সদকাহ মানুষের গুনাহকে নিঃশেষ করে দেয়। আপনার টাকা দিয়ে কাউকে সাহায্য করার কোনো সামর্থ্য নেই? আপনি যথাযথ সাদকাহ আদায় করতে পারেন না বলে কখনো আফসোস করেন? আল্লাহু আকবার, আপনি কি জানেন হে বোন! ইসলামে আমাদের জন্য প্রতিটা কাজ সহজ করে দেওয়া হয়েছে, কারো প্রতি কোনো অবিচার করা হয় নী। হাদীসে বর্ণিত আছে সাদকাহ করার অনেক উপায় আলহামদুলিল্লাহ। চলুন জেনে নেই: ১. প্রত্যেক নেকীর কাজ সাদকাহ স্বরূপ। ২. অপরের ক্ষতি থেকে বিরত থাকা। ৩. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করাও সাদকাহ হিসেবে বিবেচিত হয়। ৪. দু'জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকাহ্। ৫. কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্। ৬. ভাল কথা হচ্ছে সাদকাহ্। ৭. সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্। ৮. কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্। ৯. প্রত্যেক তাসবীহ (সুবহানাল্লাহ বলা) সাদকাহ। ১০. প্রত্যেক তাহমীদ (আলহামদু লিল্লাহ বলা) সাদকাহ। ১১. প্রত্যেক তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ বলা) সাদকাহ। ১২. প্রত্যেক তাকবীর (আল্লাহু আকবার বলা) একটা কথা বারবার চোখে ভাসছে, মুমিনের সবকিছুতেই কল্যাণ বিদ্যমান.. #Researching_Thoughts 🖋️Fima
Show all...
💯 7 4 1👍 1
আমরা প্রথমে হেদায়েত পাই, তারপর সলাতে, আমলে, যিকিরে প্রচুর যত্নশীল হই। তারপর আস্তে আস্তে দিন যায়, সময় যায়, আমল কমে যায়, নফল ছুটে যায়, সুন্নত ছুটে যায়, সবশেষে ফরজ ছুটে যায়। কুরআন তেলাওয়াতের সময়টাও উবে যায়। তারপর আমাদের অজান্তেই হেদায়েত এর নূর দ্বারা আলোকিত করা ক্বলব টাকে আবার আঁধারে নিক্ষেপ করি, গোনাহ দ্বারা কালো করে ফেলি। তারপর ভেতরের আমি টা হেদায়েত থেকে ছিটকে পড়ে ও মানুষের চোখে নিজেকে প্র্যাক্টিসিং মুসলিম ভাবতে থাকি। কিন্তু গোনাহের জন্য তাওবা করি না। নিজেই তাওবার খোলা দরজাটা বন্ধ করে দেই, এলোমেলো আমিটাকে আর গুছানোর ব্যবস্থাটাও করি না। আর এমন করেই একদিন মৃত্যুর দরজা খুলে মালাকুল মউত চলে আসে। আল্লহুম্মাগফিরলি 💔 ~উম্মে মুহাম্মাদ
Show all...
😭 19💔 9👍 4
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.