cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

সরল পথের খোঁজে❤️

হাদিসে এসেছে, *সুবহানল্ল-হি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা -ইলা-হা ইল্লাল্ল-হ।❤️ *এই একটি বাক্য গুনাহ ঝরিয়ে দেয় যেমন গাছ তার পাতা ঝরিয়ে দেয়(মিশকাতুল মাসাবিহ২৩১৮ )

Show more
Advertising posts
427
Subscribers
No data24 hours
-27 days
No data30 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত💞 *🌺 সকলে সূরা কাহফ ও বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন। *🌸ছোট একটি দুরুদ শরীফ "صلى الله عليه وسلم কমপক্ষে ১০০বার দুরুদ শরীফ পাঠ করবেন 🌺 শুক্রবার সাধ্যমত দান করুন এবং হাদিস প্রচার করুন *🌺বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন *🌸দোয়া করবেন💞 ইংশাআল্লাহ ✅ আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে ইসলাম মেনে চলার এবং সহীহ ভাবে আমোল করিবার তাওফীক দান করুন আমীন
Show all...
🔥 1
Photo unavailableShow in Telegram
যার দুনিয়াতে সবকিছু আছে কিন্তু হেদায়েত নেই,তার কিছুই নেই!
Show all...
6💔 2
“পাপাচারে লিপ্ত অবস্থায় আল্লাহর দান বেড়ে গেলে সতর্ক হও। এর অর্থ ঘুড়ির সুতায় টান দেওয়া সময় ঘনিয়ে এসেছে।” – সালামা বিন দিনার রাহিমাহুল্লাহ বই : দুনিয়া বিমুখ শত মনীষী
Show all...
4
৫ আগস্টের পর থেকে কয়েকদিন কার্যত দেশে কোনো সরকার ছিলো না৷ একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল৷ নাশকতার আশঙ্কা ছিলো প্রবল৷ মন্দির পাহারা ছিলো তখন দেশের স্বার্থে৷ সার্বভৌমত্বের স্বার্থে৷ কিন্তু এখন দেশে সরকার আছে৷ প্রশাসন আছে৷ সেনাবাহিনী মাঠে আছে৷ দুর্গাপূজায় মাদরাসার ছাত্ররা মন্দির পাহারা দিবে কেন? এ সময় তো মন্দিরের আশপাশে মুসলমানের সন্তানদের যাওয়াই নিষেধ৷ শিরকের আসরে যাওয়া, অংশগ্রহণ করার ব্যাপারে কুরআন-হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে৷ স্বাভাবিক অবস্থা আর অস্বাভাবিক অবস্থার পার্থক্য বোঝা উচিত৷ উদারতা প্রদর্শন নিজ ঈমান-আকিদার বিসর্জন দিয়ে নয়৷
Show all...
4
*একদিন ঠিকই আফসোস করবেন* ১. ঘুমের চেয়ে নামাজ উত্তম জেনেও আমি ফজরে ঘুমিয়ে ছিলাম। ২. কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমি কুরআন ত্যাগ করেছিলাম। ৩. আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি। ৪. ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি জেনেও, গাফেল থেকেছি। ৫. তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, আমি এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি। ৬. তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি। ৭. গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি। ৮. যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আরেকটু কাছে চলে যেতাম। জাহান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি। একদিন ঠিকই আফসোস করবো। ইয়া আল্লাহ সুমতি দান করুন। আ-মীন।
Show all...
💯 3
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত💞 *🌺 সকলে সূরা কাহফ ও বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন। *🌸ছোট একটি দুরুদ শরীফ       "صلى الله عليه وسلم সল্লল্ল-হু 'আলাইহি ওয়া সাল্লাম কমপক্ষে ১০০বার দুরুদ শরীফ পাঠ করবেন 🌺 শুক্রবার সাধ্যমত দান করুন এবং হাদিস প্রচার করুন *🌺বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন *🌸দোয়া করবেন💞
Show all...
2
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا যে ব্যক্তি কোন হেদায়েতের দিকে ডাকে, তার জন্য তার অনুসরণকারীদের সমান সওয়াব রয়েছে। এটা তাদের স‌ওয়াব কোন অংশে কমাবে না। আর যে ব্যক্তি কোন গোমরাহীর দিকে ডাকে তার ওপর তার অনুসরণকারীদের সমান গুনাহ পড়বে। এটা তাদের গুনাহ কোন অংশে কমাবে না। সহীহ মুসলিম, হাদীস ২৬৭৪ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত)সূত্র : রিয়াযুস সালেহীন, ৩য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ১৭৩ পাদটীকা: কাউকে সওয়াবের কাজের ব্যাপারে দাওয়াত দিলে সেই কাজটি ঐ ব্যক্তি দ্বারা সম্পাদিত হলে আমরাও সেই কাজটি করার সমান সওয়াব লাভ করব। এতে ঐ ব্যক্তির সওয়াব কোনো অংশে কমবে না। আবার আমরা যদি কাউকে কোনো পাপ কাজের পথ দেখাই, সেই পাপেরও সমান অংশীদার আমাদেরকে হতে হবে।আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নাটক-সিনেমা ইত্যাদি প্রচার করে বেড়াই। আমরা যারা বন্ধুদেরকে বিড়ি-সিগারেট ও বিভিন্ন নেশাদ্রব্যে অভ্যস্ত করাই। তাদের একটু চিন্তা করা প্রয়োজন। এই গুনাহের ধারাবাহিকতা কিন্তু মৃত্যুর পরেও চলমান থাকতে পারে।
Show all...
1
আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إن اللهَ رفيق يُحِبُّ الرّفْقَ، ويُعطِي عليهِ ما لا يُعطِي على العُنْفِ নিশ্চয়ই মহান আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমল আচরণের জন্য এত বিনিময় দান করেন যা কঠিন আচরণের ওপর দান করেন না। সুনানে আবু দাউদ, হাদীস ৪৮০৭ (শুআইব আরনাউত তাহকীককৃত) ৪৭৩২ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
Show all...
'মাস্টারমাইন্ড' নিয়ে হওয়া ট্রলটা যৌক্তিক ও দরকারী ছিল। এই আন্দোলনের একক কোন মাস্টারমাইন্ড নেই। ছাত্র নেতাদের অনেকেরই আলাদা আলাদা অবদান ছিল এতে। সময়ের প্রয়োজনে একেকজন একেকভাবে দাঁড়িয়েছেন। কখনো আবু সাইদ, কখনো সারজিসরা ৬ জন, কখনো আবদুল কাদের, কখনো চট্টলার পাহাড়-পুরুষ রাফি প্রমুখ। রাজনৈতিক দলগুলোর ব্যানারবিহীন অংশগ্রহণ। তারপর জনতার ঢল। সুতরাং এককভাবে কাউকে 'মাস্টারমাইন্ড' বানিয়ে দেওয়াটা ছিল খতরনাক। দ্বিতীয় স্বাধীনতায় নতুন কোন মুজিব আমরা চাই না। যার বন্দনা করতে বাধ্য হতে হবে যুগের পর যুগ। এই খতরনাক ব্যাপারটা মাথা উঁচু করে দাঁড়াতে দাঁড়াতেও দাঁড়াতে পারল না আপনাদের কারণে। ধন্যবাদ যারা মাস্টারমাইন্ডকে জয়বাংলা করে দিলেন তাদের সবাইকে। পারলে এটাকে আরো বেশি জয়বাংলা করে দিন। ফ্যাসিজমের চোরা রাস্তাকে বন্ধ করে দিন। ~ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ হাফিজাহুল্লাহ** 🌿
Show all...
Tasawwuf - তাসাউফ

শারিয়াহ বনাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা : একজন মুমিন তার জীবনের সকল ক্ষেত্রে শরিয়াহ মেনে চলতে বাধ্য। আল্লাহ তাআলা মুমিনদেরকে শারিয়াহ নিযামের বাইরে যাওয়ার কোনো অবকাশ রাখেননি। বাস্তব জীবনে শারিয়াহ মানতে কোনো সীমাবদ্ধতা বা অক্ষমতা থাকলেও কমপক্ষে আন্তরিকভাবে শারিয়াহ নিযামের প্রতি ইমান এবং এটা মেনে চলার বাধ্যবাধকতার ব্যাপারে কোনোরূপ সংশয় রাখার অবকাশ নেই। মানে জীবনের সকল ক্ষেত্রে শারিয়াহ অনুযায়ী চলতে না পারলেও একজন মুমিনের জন্য এটার স্বীকারোক্তি ও বিশ্বাস স্থাপন আবশ্যক যে, শারিয়াহ-ই চূড়ান্ত সমাধান এবং শারিয়ার সাথে সাংঘর্ষিক সকল উক্তি, বিশ্বাস, মতবাদ ও তন্ত্রমন্ত্র বাতিল। এতটুকু বিষয়ে আশা করি, একজন নিম্নস্তরের মুমিনও মতানৈক্য করবে না, করতে পারে না। আল্লাহ ও তাঁর রাসুলের ফয়সালার চেয়ে কোনো মানুষের রায় অধিক বিশুদ্ধ কিংবা অধিক মান্যযোগ্য—এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরি। কিন্তু নিদারুণ দুঃখের কথা হলো, পৃথিবীজুড়ে অনেক মানুষ আজ এ ভ্রান্ত ধারণায় নিপতিত যে, সংখ্যাগরিষ্ঠ লোকের রায়ের ভিত্তিতে রচিত আইনই সর্বোচ্চ ও সর্বাধিক মান্যযোগ্য। আর এর বিপরীতে থাকা সকল আইন-বিধানই নাকি বাতিল ও পরিত্যজ্য—হোক তা আল্লাহপ্রদত্ত কোনো বিধান কিংবা মানবরচিত…

'মাস্টারমাইন্ড' নিয়ে হওয়া ট্রলটা যৌক্তিক ও দরকারী ছিল। এই আন্দোলনের একক কোন মাস্টারমাইন্ড নেই। ছাত্র নেতাদের অনেকেরই আলাদা আলাদা অবদান ছিল এতে। সময়ের প্রয়োজনে একেকজন একেকভাবে দাঁড়িয়েছেন। কখনো আবু সাইদ, কখনো সারজিসরা ৬ জন, কখনো আবদুল কাদের, কখনো চট্টলার পাহাড়-পুরুষ রাফি প্রমুখ। রাজনৈতিক দলগুলোর ব্যানারবিহীন অংশগ্রহণ। তারপর জনতার ঢল। সুতরাং এককভাবে কাউকে 'মাস্টারমাইন্ড' বানিয়ে দেওয়াটা ছিল খতরনাক। দ্বিতীয় স্বাধীনতায় নতুন কোন মুজিব আমরা চাই না। যার বন্দনা করতে বাধ্য হতে হবে যুগের পর যুগ। এই খতরনাক ব্যাপারটা মাথা উঁচু করে দাঁড়াতে দাঁড়াতেও দাঁড়াতে পারল না আপনাদের কারণে। ধন্যবাদ যারা মাস্টারমাইন্ডকে জয়বাংলা করে দিলেন তাদের সবাইকে। পারলে এটাকে আরো বেশি জয়বাংলা করে দিন। ফ্যাসিজমের চোরা রাস্তাকে বন্ধ করে দিন। ~ মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ হাফিজাহুল্লাহ #*
Show all...
Tasawwuf - তাসাউফ

শারিয়াহ বনাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা : একজন মুমিন তার জীবনের সকল ক্ষেত্রে শরিয়াহ মেনে চলতে বাধ্য। আল্লাহ তাআলা মুমিনদেরকে শারিয়াহ নিযামের বাইরে যাওয়ার কোনো অবকাশ রাখেননি। বাস্তব জীবনে শারিয়াহ মানতে কোনো সীমাবদ্ধতা বা অক্ষমতা থাকলেও কমপক্ষে আন্তরিকভাবে শারিয়াহ নিযামের প্রতি ইমান এবং এটা মেনে চলার বাধ্যবাধকতার ব্যাপারে কোনোরূপ সংশয় রাখার অবকাশ নেই। মানে জীবনের সকল ক্ষেত্রে শারিয়াহ অনুযায়ী চলতে না পারলেও একজন মুমিনের জন্য এটার স্বীকারোক্তি ও বিশ্বাস স্থাপন আবশ্যক যে, শারিয়াহ-ই চূড়ান্ত সমাধান এবং শারিয়ার সাথে সাংঘর্ষিক সকল উক্তি, বিশ্বাস, মতবাদ ও তন্ত্রমন্ত্র বাতিল। এতটুকু বিষয়ে আশা করি, একজন নিম্নস্তরের মুমিনও মতানৈক্য করবে না, করতে পারে না। আল্লাহ ও তাঁর রাসুলের ফয়সালার চেয়ে কোনো মানুষের রায় অধিক বিশুদ্ধ কিংবা অধিক মান্যযোগ্য—এমন বিশ্বাস নিঃসন্দেহে কুফরি। কিন্তু নিদারুণ দুঃখের কথা হলো, পৃথিবীজুড়ে অনেক মানুষ আজ এ ভ্রান্ত ধারণায় নিপতিত যে, সংখ্যাগরিষ্ঠ লোকের রায়ের ভিত্তিতে রচিত আইনই সর্বোচ্চ ও সর্বাধিক মান্যযোগ্য। আর এর বিপরীতে থাকা সকল আইন-বিধানই নাকি বাতিল ও পরিত্যজ্য—হোক তা আল্লাহপ্রদত্ত কোনো বিধান কিংবা মানবরচিত…

Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.