cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

Masud Rana Sagor

Masud Rana is a Bangladeshi Author & Social activists

Show more
Advertising posts
1 608
Subscribers
-124 hours
-27 days
+2730 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

শেখ মুজিব, হাসিনা যে কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলো। ঢাবি,বুয়েট থেকেও ফ্যাসিস্ট তৈরি হওয়ার কারণও এক। যা নয় তার চেয়েও শতগুণ বেশি প্রায়োরিটি প্রতিষ্ঠা করা। সুশিক্ষার বড্ড অভাব। শুধুমাত্র কতক পুজিবাদী, ভোগবাদী, বস্তুবাদী ম্যাশিন তৈরি হয় এখানে। উন্নত জীবনবোধ, মূল্যবোধের মানুষ খুব কমই বের হয় এসব জায়গা থেকে।
Show all...
👍 17 4
সমন্বয়কদের কিছু বিষয় একটু ভেবে দেখতে হবে। আমরা চাই না তারা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাক। আপনারা বাম হওয়ার শখ হলে কিংবা লীগের কোনো ন্যারেটিভ সামান্যতম সামনে নিয়ে আসলে আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। আপনাদের ৯ দফার নকল জনক সহ কয় একজন সমন্বয়ক যাদের আকাঙ্খার বিরুদ্ধে কথা বলছে। সেই তারাই কিন্তু ব্যানার ধরে দাঁড়িয়ে থাকার ১০ জনের ৬ জন। তার চেয়েও বড় কথা মিথ্যার উপরে দাঁড়ানোর চেষ্টা করছে কতিপয় সো কল্ড সমন্বয়ক। আন্দোলনের শুরু থেকে শেষ মূল-মূল পয়েন্টে কারা লাশের উপরে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে? পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে, নেতৃত্ব দিয়ে সাধারণ জনগণকে লড়াইয়ে টিকে থাকার ইনফ্লুয়েন্স করেছে কারা? আহতদের চিকিৎসার জন্য কোটি কোটি টাকা সহ আন্দোলন চলাকালীন সময়ের আনুষাঙ্গিক খরচের বড় এমাউন্ট বহন করেছে কারা? কারা মিডিয়ার প্রোপাগাণ্ডা রুখে দিয়ে গণ-জোয়ার সৃষ্টির অগ্রণী ভূমিকা পালন করেছে? তাদের সহ অধিকাংশ জনতার আকাঙ্খার বিরুদ্ধে গেলে তোমরা ভাই বছর ঘুরতে না ঘুরতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে সিউর থাকো। এতে সবকূল হারা কলঙ্কিনি হওয়া ছাড়া পথ থাকবে না। আপনারা গণ আকাঙ্খার পালস বুঝে রাজনীতি করতে পারলে এদেশের লাভ আছে। আমি সেজন্য চাই আপনারা টিকে থাকুন। কিন্তু এটা ভেবেন না আপনারাই এদেশের একমাত্র ভবিষ্যত। যা কিছু পেয়েছেন সাময়িক সময়ের জন্য। সেটাকে কাজে লাগিয়ে সত্যিকারের রাজনীতিবীদ হয়ে উঠুন। এছাড়া আপনারা হারিয়েগেলে দেশের কিছুই যায় আসবে না এটাই সত্য। এদেশ আজ হোক কাল হোক রাজনীতিবিদরাই পরিচালনা করবে। রাজনীতির মাঠে,ভোটের মাঠে আপনারা তাদের কাছে শিশু ও কিছুক্ষেত্রে কিছুই নন। মিডিয়ার হাইপ বিহীন আপনাদের অবস্থান কি একটু ভাবুন। আপনারা সব সমন্বয়কগুলো মিলেও ভোটের মাঠে একটা মাত্র আসনে জয়ী হতে পারবেন? এই রিয়েলিটিগুলো মাথায় রেখে বক্তব্য দেন,কাজ করেন। এদেশে কিচ্ছু পরিবর্তন না হলেও একটা জিনিস হয়েগেছে। কেউই আর ফ্যাসিজম কায়েম করতে পারবে না। অন্যায়- অবিচার করতে পারবে বাট ফ্যাসিস্ট,ডিক্টেটর হতে পারবে না। যদি কেউ পুনরায় চেষ্টা করেও তবে আবারো কোনো না কোনভাবে লড়াই সংঘটিত হবেই। সকলের অবদানের সঠিক মূল্যায়ন ও তরুণেরা দেশের সঠিক কর্ণধার হয়ে উঠুক এটা আমার ব্যক্তিগত আকাঙ্খা। আমার মত হাজারো মানুষের সেই আকাঙ্খা নষ্ট কইরেন না।
Show all...
👍 37🥰 7❤‍🔥 4
এই উপদেষ্টা সরকার হয়ে উঠেছে এলিটদের সরকার। আর সমন্বয়কগুলো ফাঁদে পড়েছে আসিফ নজরুলের। সব মিলিয়ে এরা এখন বিপ্লবীদের সরকার থেকে বিচ্যুত হয়েগেছে। যার ফলে বিপ্লবের আকাঙ্খা পূরণের পরিবর্তে এলিট ও বাম আকাঙ্খা পূরণে কাজ করছে। এই কাজই এদের ধ্বংস ডেকে আনবে।
Show all...
👍 18😢 8 6
Show all...
Log in or sign up to view

See posts, photos and more on Facebook.

Photo unavailableShow in Telegram
তরুণ প্রজন্মকে বলছি.... আমরা আমাদের গন্তব্যের মাঝপথে এসেছি মাত্র। আমাদের সামনের বাকী পথটুকু আরো চ্যালেঞ্জিং হবে। মনে রেখো, আমাদের লক্ষ্য ইসলামী বিপ্লব। সেই বিপ্লব ঘটানোর আগ পর্যন্ত আমাদের সংগ্রাম শেষ হবে না। আমরা এখন কিছুটা স্বাধীনতা পেয়েছি ঠিক আছে। তবে সাইয়েদ কুতুব শহীদ র. ভাষায় বলছি- "কেবল ইসলামই সভ্যতা বাকি সব জাহেলিয়াত"। তাই পরিপূর্ণ ইনসাফ, কল্যাণ কায়েমের জন্য আমাদের মূল ফোকাস ইসলামী বিপ্লব। তার জন্য কখনো শত্রুর সাথে, কখনো বন্ধুর সাথে নেগোসিয়েট হবে, কখনো হবে লড়াই। ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত আমাদের ক্লান্ত হওয়ার সুযোগ নাই।
Show all...
50👍 1
আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশে ইসলামি বিপ্লব হয়নি। মাত্র ফ্যাসিজম দূর হয়েছে। সেজন্য সবাই উন্মুক্ত, স্বাধীনভাবে কাজ করার সুবিধাটা পেয়েছি। কিন্তু যেভাবে একটা শ্রেনীর বক্তা, হুজুর, আবেগীয় তৌহিদা জনতা মুভ করতেছে এতে করে ইসলামি বিপ্লবের পথ রুদ্ধ,বিতর্কিত তো হচ্ছেই সাথে বাধাহীন, উন্মুক্ত, স্বাধীন যে পরিবেশ আমরা পেয়েছি সেটাকেও ঝুকিপূর্ণ করে তুলছি। মুসলিম আম-জনতার বড় অংশের নেতৃত্ব যাদের হাতে সেই শ্রেনীটার দরাজগলা আছে,থিউলজিক্যাল জ্ঞান ভরপুর,প্রান্তিক মানুষের মাঝে জনপ্রিয়তা- গ্রহণযোগ্যতা প্রচুর, ছাত্রদের একটা অংশের প্রচন্ড ফ্যাসিনেশন তাদেরকে ঘীরে, তাদের অনেক ত্যাগও আছে। কিন্তু সমস্যাটা হলো ইন্টেলেকচুয়াল নলেজ খুবই দুর্বল। বুদ্ধিবৃত্তিক সেক্টরে বিচরণ নেই এমনকি রাষ্ট্রযন্ত্র সম্পর্কে একেবারে আইডিয়া নাই এমনও ব্যক্তি পাওয়া যাবে। উগ্রতার আওতায় পড়ে এমন কাজ ও কথাবার্তা রেকর্ড হচ্ছে না এমনটা ভেবেন না। আপনারা তো এগুলো করে ভাবছেন বড় সওয়াব ও মু*জা*হিদের দায়িত্ব পালন করে ফেলেছি। কিন্তু এর রিয়াকশন কি কি হতে পারে সেই বিষয়ে কোনো আইডিয়া আছে? দুরদর্শি ও সুদুরপ্রসারি চিন্তাভাবনার গ্যাপের কারণেই সবকিছুতে তাড়াহুড়ো করে বড় বড় সফলতা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাওয়া ইসলামপন্থীদের যেনো জাতীয় ব্যধি হয়ে উঠেছে। বড় আশংকায় আছি একটি বিষয় নিয়ে। অলরেডি শুরু হয়েগেছে "মাহফিল সিজন"। এতোদিন জুলুমের লাগাম থাকার কারণে সত্য কথা যেমন বলা কষ্টসাধ্য ছিলো তেমনি অন্যান্য বিষয়ও। কিন্তু এখন পরিবেশ তো সবার জন্য সমান হয়েগেছে। নানাবিধ কারণে এই সিজনের মাহফিল মঞ্চগুলো শত উপকার,কল্যাণের পাশাপাশি অনেকগুলো বড় ক্ষতির কারণ হয়ে উঠে কি না? এটাই আশংকা। ঐক্যর চাইতে একে অপরের প্রতি বিষদগার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন উসকানিমূলক জজবাতি অপরিপক্ক আলাপও বেড়ে যেতে পারে। মোটাদাগে এই দুইটি ইসলামপন্থীদের পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। ধর্মমন্ত্রীর উচিত বক্তাদের উদ্দেশ্য একটি নীতিমালা প্রণয়ন করে দেওয়া। সাধারণ জনতার মাঝে সেনসিটিভ ও ঐক্য বিনষ্ট হয় এমন আলাপে নিষেধাজ্ঞা দেওয়া। দু:খজনক হলেও সত্য। মানুষের মাঝে গ্রহণযোগ্যতা আছে এমন অনেক আলেম+ বক্তায় ইন্ডিয়ান " র" ফাঁদে আটকে আছে। আর কিছু আছে এজেন্ট হিসেবে। এরাই মুসলিম দলগুলোর মাঝে দেয়াল তুলে রেখেছে। এছাড়াও নানাভাবে উসকানি দিয়ে দ্বন্দ্বকে তীব্র করে রাখে। এমনকিছু এখনই কইরেন না। যাতে জনতার সামনে এমন ন্যারেটিভ দাড় করানো যায় কিংবা ক্রিয়েট হয় যে, ইসলামপন্থীরা ক্ষমতায় এলে ভিন্ন মত, ভিন্নধর্মাবলম্বী, ভিন্ন লাইফ স্টাইলের মানুষেরা পরাধীন হয়ে যাবে। সময়কে পাঠ- পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করুণ। সঠিক সময়, যথাযথ ও নিদিষ্ট নিয়ম মেনে কাজ করলে সেই কাজে বহুমুখী সুফল পাওয়া যায় অন্যথায় প্রাপ্তি হবে সাময়িক সুখ ও ভবিষ্যতে দুর্ভোগ।
Show all...
25👍 1
রবীন্দ্রনাথ কপি করে এক বন বানিয়েছিলো। নিজেদের জাতিসত্তার পরিচয়,বিকাশ-বাধার ইতিহাস না জানা আত্মসম্মানবোধহীন, নিজস্ব মগজহীন-দাসত্বের আগ্রাসনে আটকে থাকা পুলাপান সেটাকে বলছে সেই হয়েছে ভাইয়া।
Show all...
👍 30😁 7
লেখাটা পড়ার অনুরোধ, যথাযথ মনে হলে ছড়িয়ে দিতে পারেন: https://www.facebook.com/share/p/jmFAkBu5DmzxTq8J/?mibextid=oFDknk
Show all...
Log in or sign up to view

See posts, photos and more on Facebook.

বাঙালির সাইকোলজিটা এমন সে, আপনাকে মানবিক নেতা, মাজলুম হিসেবে দেখতে ভালোবাসে। আপনার প্রতি তার সিমপ্যাথিও থাকবে। সেই আপনি যখন শাসক বা ক্ষমতায় থাকবেন অটোমেটিক আপনার প্রতি তার সাপোর্ট, দরদের জায়গা হ্রাস পেতে থাকবে। আপনি যতই ইনসাফ করুন আপনার প্রতি তার আগের মত সিমপ্যাথি থাকবে না। ছাত্ররা অলরেডি সব জায়গায় কাজ করতে যেয়ে বিতর্কর মুখে পড়েছে। দুর্নীতির বিরুদ্ধে কাজ করতেছে তবুও বিতর্কিত হবে। কারণ শাসন। আর শাসন কেউই পছন্দ করতে চায় না। দুর্নীতিতে যে যুক্ত তার সাথে জড়িত সকলেই তখন নিজ নিজ সম্পর্ক,স্বার্থের কারণে ছাত্রদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। কোনো কোনো ছাত্র অতিউৎসাহী হয়েও কাজ করে ফেলছে। সেজন্য রাষ্ট্রীয় কাজ রাষ্ট্রীয় প্রশাসন দিয়েই যথাযথ ও পূর্ণাঙ্গভাবে করাতে হবে।
Show all...
31👍 2🔥 1
উপদেষ্টা আসিফ নজরুল এই বিপ্লবকে কামড়ে ধরেছে। কিছুটা গিলেও খেয়ে ফেলবে। ১৫ বছর তার সেফ জোনে থাকা ও আন্দোলনে ঝামেলাহীন অবস্থানে থেকে ছাত্রদের পক্ষে ভূমিকা পালনকে প্রশ্ন করুন, পর্যলোচনা করুন, সন্দেহে রাখুন। এটা কন্সপিরেসি কি না বের করুন। ছাত্র জনতার বিপ্লব যেভাবে অগ্রসর হচ্ছে এভাবে চলতে থাকলে কলংকিত হতে বেশি দিন সময় নিবে না। ফ্যাসিস্ট হাসিনা তৈরি হয়েছিলো যে ন্যারেটিভ থেকে। সেই একই ন্যারেটিভ তৈরি হচ্ছে ছাত্রদের বেলায়ও। এই অভ্যুত্থানের নায়ক সমগ্র জাতি শুধুমাত্র ফাসিস্টরা ব্যতীত। ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের সম্মিলিত সমান ভূমিকার কারণেই এই বিজয় এসেছে। এককভাবে ছাত্ররাই সব করেছে এমন বয়ান প্রতিষ্ঠিত হলে একদিন হয়তো আজকের প্রিয় মুখদের বিরুদ্ধে আপনাকেও লড়তে হবে। অথবা তাদের বিপদের দিনে জনতা ও রাজনৈতিক দলগুলো হাত গুটিয়ে নিবে।
Show all...
👍 30 1
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.